ভোলাহাটে আমগাছ থেকে পড়ে ১ জনের মৃত্যু!!

এম.এস.আই শরীফ, ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে বাড়ীর পাশের আমগাছ থেকে মাটিতে পড়ে কুরবান আলী (৪৬) নামে ১ ব্যক্তি মারা যাবার খবর পাওয়া গেছে।
ভোলাহাট থানা ও প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানা গেছে, রোববার সকাল প্রায় ৭টায় (১৯ অক্টোবর ২০২৫) উপজেলা সদর ইউনিয়নের যাদুনগর গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে কুরবান আলী (৪৬) বাড়ীর পাশে কুরবান মহাজনের আমবাগানে ১টি আমগাছে উঠে ছাগলের জন্য পাতা কাটতে গেলে আচমকা আমডালটি ভেঙ্গে নীচে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়।
পরে স্থানীয়রা জানতে পেরে অচেতন কুরবানকে উদ্ধার করে বাড়ীতে কুরবানের রেখে ভোলাহাট থানা পুলিশকে খবর দিলে থানার এসআই মোঃ কামাল হোসেন দ্রুত সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ নুরী অচেতন কুরবান আলীকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে ভোলাহাট থানার এসআই মোঃ কামাল হোসেন ঘটনার সত্বতা স্বীকার করে বলেন, কুরবান আলীকে তার পরিবারের সদস্যদের হাতে ফেরৎ দেয়া হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে ছাগলের জন্য আমগাছে পাতা পাড়তে গিয়ে মাটি থেকে ২০/২৫ ফিট উপর থেকে পড়ে মৃত কুরবান ও আমগাছের ছবি।