নেত্রকোনা ০২ আসনের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেত্রী আরিফা জেসমিন নাহীন জয়নগরে পূজা মন্ডব পরিদর্শন করেন।

সারোয়ার পারভেজ বাবু,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
শুভ দীপাবলি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, মহিলা দল কেন্দ্রীয় কমিটি র সাংগঠনিক সম্পাদক আরিফা জেসমিন নাহীন এডভোকেট বিভিন্ন পুজা মন্ডপ পরিদার্শন করেছেন
রঙ, আলো ও ভক্তির মেলায় মেতেছে জয়নগর কালীমন্দির। দীপাবলি উৎসবে এই পুজা মণ্ডপদেখা যায় অপরূপ শোভা”
“শ্রী শ্রী লক্ষ্মী-গণেশের মঙ্গলময় আবাহন – দীপাবলিতে অলোকসামানীয় সাজে সেজেছে পূজামণ্ডপগুলি
এযেন এক আলোর উৎসব। দীপাবলি উপলক্ষে এর বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে আজ পরিলক্ষিত হয় এক ভিন্নরকম প্রাণচাঞ্চল্যের আবহ। লক্ষ্মী ও গণেশের মঙ্গলময় আবাহনের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। শহরের বিভিন্ন প্রান্তে গড়ে উঠা মণ্ডপগুলো তাদের অলঙ্করণ, সজ্জা ও আয়োজনের মাধ্যমে মুগ্ধ করেছে সকল দর্শনার্থীকে। পুজা মন্ডপ পরিদর্শন করে ও সনাতনি মহিলাদের সাথে কোসল বিনিময় করেন আরিফা জেসমিন নাহীন এ ছাড়াও হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের উদ্দেশ্যে বক্ত্য রাখেন।।তার সাথে ছিলেন মহিলা দলের সহসভাপতি পারভিন আক্তার, যুবদল নেতা হাসান আরাফাত সাদী , শিক্ষানবীশ আইনজীবী শিউলি আক্তার , ছাত্রদল নেতা মাহী তালুকদার ।
·