নাটোরের সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধে চা বিক্রেতা খুন।

IMG_20251020_174347

{"AIGC":{"Label":"1","ContentProducer":"001191350100M000100Y4300000","ProduceID":"6bc01f693924422b95e82aea420d62be","ReservedCode1":"","ContentPropagator":"001191350100M000100Y4300000","PropagateID":"6bc01f693924422b95e82aea420d62be","ReservedCode2":""}}

মোঃ নাহিদ ইসলাম,নাটোর জেলা ক্রাইম রিপোর্টারঃ

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ছুরিকাঘাতে মিঠু (৩৩) নামে এক চা বিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার পেট্রোবাংলা সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত মিঠু ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের দুই ছেলে নিশান ও মাহমুদুল হাসান নিক্সন অনলাইন জুয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বে জড়িত ছিলেন।

সোমবার সকালে নিশানের সম্বন্ধি দুই ভাইয়ের মধ্যে বিরোধ মেটাতে তাদের বাড়িতে আসেন। কিন্তু নিক্সন বিষয়টি মেনে নিতে না পেরে দুপুরে পেট্রোবাংলা মসজিদের সামনে গিয়ে ছুরি দিয়ে আঘাত করে মিঠুকে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।”