লালমনিরহাটে পৃথক অভিযানে ১২৮ বোতল কফ সিরাপ ও ৩১০ পিস ইয়াবাসহ ৮ মাদক কারবারি গ্রেফতার।

IMG_20251020_155014


আরমান হোসেন রাজু,জেলা প্রতিনিধি লালমনিরহাট:


লালমনিরহাট জেলা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১২৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ESkuf Cough Syrup ও ৩১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মোট ৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।


🔹 কালীগঞ্জে অভিযান: কফ সিরাপসহ দুইজন গ্রেফতার

গত ১৯ অক্টোবর ২০২৫ তারিখে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে, ধৃত আসামী খবির হোসেন (৩৫)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে খবির হোসেন (৩৫) ও তার সহযোগী সুমাইয়া আক্তার সুমি (৩০)-কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১২৮ বোতল ভারতীয় মাদকদ্রব্য ESkuf Cough Syrup উদ্ধার করা হয়।


🔹 হাতীবান্ধায় অভিযান: ইয়াবাসহ ছয়জন গ্রেফতার

পরদিন ২০ অক্টোবর ২০২৫ তারিখে হাতীবান্ধা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানকালে দক্ষিণ গড্ডিমারী মৌজায় অবস্থিত মোঃ নজরুল ইসলাম ওরফে নজু (৫০)-এর মালিকানাধীন আনন্দ আবাসিক হোটেল থেকে ৩১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় গ্রেফতার হন—
১️⃣ মোঃ নজরুল ইসলাম ওরফে নজু (৫০)
২️⃣ মোঃ ফাসতেকুল ইসলাম দুলু (২৭)
৩️⃣ মোঃ খাদেমুল হাসান ওরফে সুজন (৩০)
৪️⃣ মোঃ শাহাজ আলম (৩২)
৫️⃣ মোঃ হামিদুল ইসলাম (৩৬)
৬️⃣ মোঃ শাকিল (২৩)


পুলিশ জানায়, ধৃত সকল আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং নিয়মিত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।