বগুড়ার শাজাহানপুরে ৪ মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।

মোঃ হোসেন আলী,বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুর উপজেলায় মাদকদ্রব্য (গাঁজা) সেবনের দায়ে চার মাদক সেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার(২০অক্টোবর) দুপুরে উপজেলা দুলাগাড়ি বাজার এলাকা বগুড়া জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনরত অবস্থায় এদের আটক করা হয়। আটক মাদক সেবীরা তাদের অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করলে উপস্থিত জনতার সন্মুখে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে সতর্কতার মূলক শাস্তি হিসাবে প্রত্যেকের ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড করেন।
উল্লেখ্য আটককৃত মাদক সেবীরা আর মাদক সেবন করবে না বলে অঙ্গীকার করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসী জুথি। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাসির হোসেন ও তার টিম।
আটকৃতরা হলেন উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের দুরুলিয়া কলেজ পাড়া এলাকার মৃত আকবর হোসেন খোকার ছেলে মোকছেদুল (৬৮), চুপিনগর ইউনিয়নের শাহনগর গ্রামের তোজাম্মেল হোসেনের পুত্র জাহিদুল ইসলাম (৪৮), মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামের কাগজেপাড়া এলাকার আব্দুল হামিদের পুত্র মোনোয়ার হোসেন (৩৭) এবং মাঝিড়া পুর্বপাড়া গ্রামের ইদ্রিস আলীর পুত্র ইউনুস আলী (৪০)।
দুবলাগাড়ি বাজার এলাকায় উপস্থিত জনগণকে মাদকের কুপ্রভাব সম্পর্কে সতর্ক করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।