নাটোর শহরে সেনাবাহিনীর বাড়ির তালা ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকার চুরি।

মোঃ নাহিদ ইসলাম,নাটোর জেলা ক্রাইম রিপোর্টারঃ
নাটোর শহরের কানাইখালী এলাকায় চোরের দল একটি বাড়ির তালা ভেঙ্গে আলমারী থেকে নগদ ৩ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। গত ১৯/১০/২০২৫ শনিবার রাতে নাটোর শহরের কানাইখালী মহল্লায় মহসিন আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।মহসিন আলীর ছেলে সেনাবাহিনীর একজন কর্মকর্তা।
মহসিন আলীর স্ত্রী সীমা বেগম জানান, গত শনিবার রাতে বাড়িতে তালা দিয়ে তারা বোনের বাড়িতে ছিলেন। দুপুরে ফোন করে তার ভাই বাড়িতে আসতে বলেন এবং জানান বাড়ির দরজা খোলা রয়েছে। সংবাদ পেয়ে তারা বাড়িতে এসে দেখেন সদর দরজার তালা ভাঙ্গা। এছাড়া আলমারীর তালা খুলে চোরের দল নগদ ৩লাখা টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে নাটোর থানার ওসি মাহাবুর রহমান জানান, এ বিষয়ে নাটোর থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।