নেত্রকোনা ০২ আসনের মনোনয়ন প্রত‍্যাশি বিএনপি নেত্রী আরিফা জেসমিন নাহীন জয়নগরে পূজা মন্ডব পরিদর্শন করেন।

IMG-20251020-WA0094

সারোয়ার পারভেজ বাবু,নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

শুভ দীপাবলি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, মহিলা দল কেন্দ্রীয় কমিটি র সাংগঠনিক সম্পাদক আরিফা জেসমিন নাহীন এডভোকেট বিভিন্ন পুজা মন্ডপ পরিদার্শন করেছেন
রঙ, আলো ও ভক্তির মেলায় মেতেছে জয়নগর কালীমন্দির। দীপাবলি উৎসবে এই পুজা মণ্ডপদেখা যায় অপরূপ শোভা”

“শ্রী শ্রী লক্ষ্মী-গণেশের মঙ্গলময় আবাহন – দীপাবলিতে অলোকসামানীয় সাজে সেজেছে পূজামণ্ডপগুলি

এযেন এক আলোর উৎসব। দীপাবলি উপলক্ষে এর বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে আজ পরিলক্ষিত হয় এক ভিন্নরকম প্রাণচাঞ্চল্যের আবহ। লক্ষ্মী ও গণেশের মঙ্গলময় আবাহনের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। শহরের বিভিন্ন প্রান্তে গড়ে উঠা মণ্ডপগুলো তাদের অলঙ্করণ, সজ্জা ও আয়োজনের মাধ্যমে মুগ্ধ করেছে সকল দর্শনার্থীকে। পুজা মন্ডপ পরিদর্শন করে ও সনাতনি মহিলাদের সাথে কোসল বিনিময় করেন আরিফা জেসমিন নাহীন এ ছাড়াও হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের উদ্দেশ্যে বক্ত্য রাখেন।।তার সাথে ছিলেন মহিলা দলের সহসভাপতি পারভিন আক্তার, যুবদল নেতা হাসান আরাফাত সাদী , শিক্ষানবীশ আইনজীবী শিউলি আক্তার , ছাত্রদল নেতা মাহী তালুকদার ।

·