মানব কল্যাণ সংঘ ঝিনাইদহ দারিদ্র পরিবারকে সাবলম্বি করতে ভ্যান প্রদান।

IMG-20251019-WA0015

 মোঃ আবু সাইদ শওকত আলী,খুলনা বিভাগীয় প্রধানঃ
সমাজসেবামূলক প্রতিষ্ঠান মানব কল্যাণ সংঘ ঝিনাইদহের উদ্যোগে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের মোঃ মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে স্বাবলম্বী করতে একটি ভ্যান প্রদান করা হয়েছে। রোববার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়িয়া গ্রামের দিনমজুর অসহায় দারিদ্র্য মোঃ মিজানুর রহমান এর হাতে এ ভ্যানটির চাবি তুলে দেন সংগঠনের আহবায়ক মোঃ সজিব হোসেন। সেসময় উপস্থিত ছিলেন, সদস্য সচিব আলমগীর হোসেন, কোষাধাক্ষ রুবাইয়েদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আকাশ  সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

সংগঠনটির আহবায়ক সজীব আহাম্মদ বলেন. “আমরা বিশ্বাস করি, সামান্য সহযোগিতাও একজন মানুষকে আত্মনির্ভরশীল করে তুলতে পারে। সমাজের অন্যরাও যেন এমন উদ্যোগে এগিয়ে আসে সেটাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরো বলেন, ইতিপূর্বে আমরা অনেক সামাজিক কাজ করেছি। যেমন অসহায় চায়ের দোকানের মালামাল কিনে দেওয়া, দারিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা, দারিদ্র অসুস্থ মানুষকে ঔষধ কিনে দেওয়া,  ভাঙা রাস্তা ইট দিয়ে সংস্কার করা, দারিদ্র মেধাবী শিক্ষার্থীদের কলেজ ভর্তি করে দেওয়সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ আমরা করে থাকি। আমরা চাই এই ধরনের কাজের মাধ্যমে হাজারও দারিদ্র অসহায় পরিবারের পাসে থেকে তাদেরকে সাবলম্বি কওে তোলার।
উল্লেখ্য, মানব কল্যাণ সংঘ ঝিনাইদহ দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের ভর্তি ও বই কিনে সাহায়তা, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে।