মোড়েলগঞ্জের সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ইউনিয়নবাসীর চরম দুর্ভোগ।

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৫ নং সদর ইউনিয়নে গত ২০২৪ এর জুলাই অদ্ভুত্থান এর পর থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান অনুপস্থিত থাকার কারণে সেবা প্রত্যাশী ইউনিয়নবাসী চরম বিপাকে পড়েছেন। ইউনিয়ন পরিষদের সকল প্রশাসনিক কাজকর্মসহ ইউনিয়নবাসীর দৈনন্দিন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী সেবা প্রত্যাশী বলেন এখানে টাকার বিনিময়ে সকল সেবা মিলে তার জন্য অর্থ ও যথেষ্ট সময় অতিবাহিত করতে হয়। তারপরও কোন কাজের সমাধান হয় না। জন্ম নিবন্ধন সনদ, মৃত্যুর নিবন্ধন সনদ, ওয়ারিস কাম সনদ, ট্রেড লাইসেন্স, বিভিন্ন ধরনের প্রত্যয়ন পত্র সহ গ্রাম আদালতের সালিশ ব্যবস্থা ও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ কাজকর্মের জন্য সেবা প্রত্যাশী জনগণ ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হয় প্রতিনিয়ত।
চেয়ারম্যানের স্বাক্ষর ও অন্যান্য কাজের জন্য ইউনিয়নবাসী প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তাদের গুরুত্বপূর্ণ কাজের বিঘ্ন ঘটছে। একজন ভুক্তভোগী বলেন টাকার বিনিময় মিলে চেয়ারম্যানের সাক্ষ্যর। তার জন্য ৫ থেকে ৭ দিন অপেক্ষা করতে হবে। আর টাকার পরিমান একটু বেশি দিলে ২ থেকে ৩ দিনের মধ্যে চেয়ারম্যানের স্বাক্ষর সম্বলিত যেকোনো ধরনের সনদ এনে দিতে পারবে।
সরজমিনে গিয়ে জানা যায় সাধারণ সেবা প্রত্যাশী ইউনিয়ন পরিষদের সেবার নামে দিনের পর দিন আর্থিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছে। গরীব এবং সাধারন সেবা প্রত্যাশী মানুষ যারা অর্থভাবে চেয়ারম্যানের স্বাক্ষর সম্বলিত সনদ নিতে না পেরে দিনের পর দিন ইউনিয়ন পরিষদের বারান্দায় ঘুরছেন। ইতিমধ্যে এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি । এমত অবস্থায় ইউনিয়নবাসীর দীর্ঘদিনের সমস্যার জন্য অতি দ্রুত সদর ইউনিয়ন পরিষদে একজন “প্রশাসক” নিয়োগ দিয়ে ইউনিয়নবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে বলে ভুক্তভোগীরা জানান।