নেত্রকোনার মদনে কাইটাইল ইউনিয়ন যুবদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত,আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির আহ্বান।

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন যুবদলের উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কেশজানি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাইটাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ছায়েদুর জামান হাদিস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি ও কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের আজাদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ জাহান মিল্কী, অর্থ সম্পাদক ফিরোজ মিয়া, কাইটাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কাজিম উদ্দিন, এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের এপিএস মাহমুদুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মেম্বার, কে. জামাল, সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম, সোহেল রানা, মোশাররফ হোসেন, রবিউল প্রমুখ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবদলকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য থাকলে গণতন্ত্র পুনরুদ্ধারে বিজয় নিশ্চিত হবে।