তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সাবেক মেয়র তারিক আহমেদের মোটরসাইকেল শোডাউন ও পথসভা!

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ভোলাহাটে জামবাড়ীয়া ইউনিয়ন হতে একটি মোটরসাইকেল শোডাউন ভোলাহাট উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণশেষে ফুটানীবাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ।
তিনি শনিবার ১৮ অক্টোবর ‘২৫ বিকেল সাড়ে ৩টায় একটি বিশাল মোটরসাইকেল শোডাউন শেষে ফুটানীবাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেন।
তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ এমপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল) আসনের বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী।
পথসভায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তারিক আহমেদ প্রেস, স্যোশাল ও ইলেক্ট্রো মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তারিক আহমেদ রহনপুর পৌরসভার সাবেক মেয়র ছিলাম। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান’এঁর উত্তরসুরী কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তার ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছি।
তিনি আরেক প্রশ্নের উত্তরে রহনপুর পৌরসভার নির্বাচনে জামাত মনোনিত ড. মিজানুর রহমান পেয়েছিল ২২’শ ভোট। আর আমি পেয়েছিলাম সাড়ে ৯ হাজার ভোট। সেদিক বিবেচনা করে আমার দল বিএনপির পক্ষ থেকে আমাকে টিকিট দেয়া হয়, তাহলে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হবার আশাবাদী ইনশা-আল্লাহ্।