কেন্দুয়া উপজেলা চারিতলা গ্রামে জমি সংক্রান্ত জেরে মারামারি, দুপক্ষে আহত ৮/১০ জন

IMG-20251018-WA0022

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া চারিতলা গ্রামে জমি সংক্রান্ত জেরে মারামারি, দুপক্ষে আহত ৮/১০ জন হয়েছেন।

১৮ অক্টোবর শনিবার দুপুরে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১৪ নং মোজাফফর পুর ইউনিয়নের চারিতলা গ্রামে জমি সংক্রান্ত জেরে চাচাতো ভাই আরাধন বনাম সামছুল ইসলাম মধ্যে মারামারিতে দু’পক্ষে আহত হয়েছেন ৮/১০ জন। আহতদের চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাঃ মেহেরিন আক্তার সারোয়ার ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আহতরা হলেন-১/ আরাধন (৪৫) পিতা-ঈমান রাশিদ, ২/ মামুদা (৩৫) স্বামীঃ লাট মিয়া, ৩/হেমেলা (৩৮) স্বামীঃ আবুল হাসেম, ৪/ নুরনাহার (৭০) স্বামী -ঈমান রাশিদ, ৫/ শামসুল ইসলাম (৪৩) পিতা মৃত- ফজুর রহমান, ৬/ দ্বীন ইসলাম (৩৫) পিতা মৃত- ফজুর রহমান । এছাড়াও প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন ৭/ছোটন/ লিটন (৩৫) পিতা- গনু মিয়া ।

আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।

আহত আরাধনের ভগ্নিপতি হক মিয়ার মোবাইল ফোনে কথা বলে জানা- আরাধন (৪৫) ও হেমেলা (৩৮) এই দুজনের অবস্থা আশঙ্কাজনক ।
অন্যদিকে সামছুল ইসলাম এর অবস্থাও আশংকা জনক হওয়ায় তাঁকেও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য (২নং ওয়ার্ড) মোঃ নজরুল ইসলাম (আদর) মুঠোফোনে বলেন- চাচাতো ভাইদের মধ্যে জায়গা- জমি নিয়ে দুপুরে মারামারি মতো ঘটনা ঘটে ।
এতে উভয়ের পক্ষের প্রায় ৮/১০ জন আহত হয়েছে ।
এ কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান-মারামারির ঘটনা শুনেছি । এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

You may have missed