উল্লাপাড়ায় আবারও কাজী রেজাউল করিমের বিরুদ্ধে বাল্যবিবাহের অভিযোগ, তদন্তে নামছে মন্ত্রণালয়।

মোঃলিটন সরকার,উল্লাপাড়া উপজেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৭নং পূর্ণিমাগাতী ইউনিয়নের নিবন্ধিত কাজী রেজাউল করিমের বিরুদ্ধে বাল্যবিবাহ পড়ানোর অভিযোগ উঠেছে আবারও। এবার অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে (নম্বর: বিচার ৭/২-এন-০৮/৭৫(অংশ)-২১১) বলা হয়, চারটি বাল্যবিবাহের ঘটনায় তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হারুন রেজাকে।
চিঠির সাথে সংযুক্ত অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, সংশ্লিষ্ট বিয়েগুলোর কনের বয়স ১০ থেকে ১৪ বছরের মধ্যে। স্থানীয়দের দাবি, কাজী রেজাউল করিম দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়মে জড়িত। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার অপ্রাপ্তবয়স্কদের বিয়ে নিবন্ধনের অভিযোগ উঠেছিল।
২০২২ সালে এমন একটি ঘটনার প্রমাণ পাওয়ায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। কিন্তু এরপরও বাল্যবিবাহের অভিযোগ থেকে রেহাই পাননি তিনি।
বিষয়টি নিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কাজী রেজাউল করিম বলেন, “আমি পূর্ণ তদন্তের জন্য নিজেই আবেদন করেছি। সে কারণেই তদন্ত হচ্ছে। এরকম অনেক তদন্ত হয়েছে, সামনে আরও হবে।”
তদন্তপত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্বাস উদ্দিন। চিঠিতে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, কঠোর ব্যবস্থা না নিলে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। তদন্ত শেষে দোষ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।