আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রাখছেন ওসি মহম্মদ আব্দুল বারিক, পিপিএম — শ্রীপুর মডেল থানা এখন নিরাপত্তার প্রতীক।

IMG-20251018-WA0062

গাজীপুর প্রতিনিধি:


গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য নজির স্থাপন করছেন অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, চুরি-ছিনতাই রোধ এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থা চালু করে সাধারণ মানুষের আস্থা অর্জনে সফল হয়েছেন।
ওসি আব্দুল বারিক-এর বলিষ্ঠ নেতৃত্বে শ্রীপুর থানায় বিগত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে অপরাধের হার কমেছে। মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে পুলিশি তৎপরতা বৃদ্ধি পেয়ে এসেছে নজরে পড়ার মতোভাবে।
স্থানীয় জনগণ জানান, থানায় এখন অভিযোগ জানাতে গেলে হয়রানির শিকার হতে হয় না বরং ওসি স্যারের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায়, থানার প্রতি মানুষের আস্থা বেড়েছে বহুগুণ।
শুধু আইন-শৃঙ্খলাই নয়, মানবিক ও সামাজিক কার্যক্রমেও ওসি আব্দুল বারিক অনন্য। পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিনের যানজট মাওনা টু কালিয়াকৈর, মাওনা টু শ্রীপুর, শ্রীপুর চৌরাস্তা এবং রেলগেট যানজট নিরসনের জন্য সমাজসেবী সংগঠনদের নিয়ে যানজট মুক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও মানবিক সেবার যে দৃষ্টান্ত জাতি প্রত্যাশা করে, অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম তা বাস্তবে রূপ দিচ্ছেন। আইন-শৃঙ্খলার এই সাফল্য গাজীপুর জেলার শ্রীপুরকে একটি মডেল থানা হিসেবে দেশব্যাপী পরিচিত করছে।

You may have missed