আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস ২০২৫উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা।

IMG-20251018-WA0047

কুড়িগ্রাম,বিশেষ প্রতিনিধিঃ

কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্টের আওতায় পিপিইপিপি- ইইউ প্রকল্প ও টিএমএসএস কাঁঠালবাড়ী শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন
করা হয়েছে।

“সামাজিক ও প্রাতিষ্ঠানিক দুর্ব্যবহারের অবসান “দারিদ্রতার মধ্যে বসবাসকারী পরিবারগুলির জন্য
সম্মান এবং কার্যকর সহায়তা নিশ্চিত করা ” এই স্লোগানকে সামনে নিয়ে পিপিইপিপি ই-ইউ প্রকল্প এবং টিএমএসএস এর আয়োজনে সকাল ১১:০০ ঘটিকায় কাজীপাড়া পিভিসি কাঁঠালবাড়ি শাখায় পালিত হয়েছে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস-২০২৫

টেকসই দারিদ্র্য হ্রাসের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি খাতের আধুনিকায়ন, নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন অপরিহার্য। পাশাপাশি, দরিদ্র জনগোষ্ঠীর জন্য শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

উন্নয়নের ধারার মাঝেও দারিদ্র্য এখনো দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ। শহর ও গ্রাম, দুই জায়গাতেই দারিদ্র্যের ছায়া বিদ্যমমান।বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্যের পেছনে একাধিক কারণ রয়েছে। আয় বৈষম্য, কর্মসংস্থানের অভাব, শিক্ষার ঘাটতি ও প্রাকৃতিক দুর্যোগ দারিদ্র্যকে আরও গভীর করে তুলেছে। শহরে অনেক পরিবার কাজের অস্থিরতা ও উচ্চমূল্যের কারণে দুরবস্থায় পড়ছে।

উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, এটিও লাভলিহুড মোঃজাকারিয়া ও মোঃসহিদুল ইসলাম
উক্ত সভায় উপস্থিত ছিলেন,মোঃএরশাদুল হক সহকারী কারিগরি কর্মকর্তা(পুষ্টি),মোঃ আশিকুর রহমান সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি) ও কাঁঠালবাড়ী ইউনিয়নের কাজীপাড়া পিভিসির সদস্যবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।