খুলনায় আবু তাহের হীরার অকাল মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল।

ফাহিম ইসলাম, খুলনা বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের হীরার অকাল মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিএনপির নেতা মনিরুজ্জামান মন্টু, মোমরেজুল ইসলাম, তৈয়বুর রহমান, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রিসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভায় বক্তারা বলেন, আবু তাহের হীরা ছিলেন দলের এক তরুণ, উদ্যমী ও নিবেদিতপ্রাণ কর্মী। তার অকাল মৃত্যু খুলনা বিএনপি পরিবারে গভীর শোকের ছায়া ফেলেছে।
মনিরুজ্জামান মন্টু বলেন, “হীরা ছিলো আমাদের ছোট ভাইয়ের মতো, পরিশ্রমী ও সৎ কর্মী।”
মোমরেজুল ইসলাম বলেন, “ছোট হলেও দায়িত্বশীল ছিল হীরা, দলের প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ।”
তৈয়বুর রহমান বলেন, “আমাদের সবার চোখে সে ছিল এক প্রাণবন্ত তরুণ নেতা, তার হাসি ও কাজের নিষ্ঠা আজও মনে পড়ে।”
আতাউর রহমান রনু বলেন, “হীরা আমাদের ছোট ভাইয়ের মতো, রাজনীতিতে সে ছিল সাহসী ও উদাহরণযোগ্য।”
শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।