খুলনা কাস্টম ঘাটে সোহেলকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে।

1000015904 (1)

ফাহিম ইসলাম, খুলনা বিশেষ প্রতিনিধিঃ

খুলনা কাস্টম ঘাট এলাকায় সোহেল নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার উপর হামলা হয়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোহেল রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। বুকে ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও সোহেল একই এলাকায় হামলার শিকার হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হতে পারে।

খুলনা সদর থানার ওসি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে পুলিশের অভিযান চলছে।