কেন্দুয়া সান্দিকোণায় অনৈতিক কাজে নারীসহ হাতেনাতে আটক উপ-সহকারী মেডিকেল অফিসার

IMG-20251017-WA0032

মোহাম্মদ সালাহ উদ্দিন, ক্রাইম রিপোর্টাঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রে এক নারীর সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রীকান্ত সরকারকে হাতেনাতে আটক করে স্থানীয়রা।

শ্রীকান্ত সরকার ওই স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী ইউনিয়নের গারদটু গ্রামের স্বর্গীয় সূর্যকান্ত সরকারের ছেলে। আটককৃত নারী চার সন্তানের জননী, তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের গোজালিকান্দা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার জুমার নামাজের পর স্বাস্থ্য কেন্দ্রের মূল দরজার তালা ভেঙে এক নারীকে নিয়ে কক্ষে প্রবেশ করেন শ্রীকান্ত। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

সান্দিকোনা ইউনিয়নের গ্রাম পুলিশ রিয়াজুদ্দিন বলেন-আজ শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা দু’জনকে আটক করে। পরে খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

কেন্দুয়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান বলেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্রীকান্ত সরকার দায়িত্বে অবহেলা ও অসদাচরণের জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল। বিষয়টি আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অনৈতিক কাজের দায়ে নারীসহ এক স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

You may have missed