লালন শাহের ১৩৫তম তিরোধান দিবস পালন“বিভাজিত সমাজে লালনের মানবতাবাদী শিক্ষা বেশি প্রয়োজন”

IMG-20251017-WA0024

মোঃআবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ


বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩তম তিরোধান দিবস উপলক্ষে ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, এডিএম সুবীর কুমার দাশ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আলিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন রানা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, বাউল সমিতির সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা ও ঝিনাইদহ জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনসহ সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা লালন শাহের জীবন ও দর্শনের ওপর গুরুত্বারোপ করে বলেন, লালন শাহ্ ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষে মানুষে ভালোবাসা ও ঐক্যের বাণী প্রচার করেছেন। তার কথা ও গান আধ্যাত্মিক ও সুফিবাদের পরিচয় বহন করে।

আলোচকরা বলেন, আজকের বিভাজিত সমাজে লালনের মানবতাবাদী শিক্ষা আগের চেয়ে আরও বেশি প্রাসঙ্গিক। তাঁর গান ও দর্শন আমাদের শেখায়— “মানুষ ভজলে সোনার মানুষ হবি”। আলোচনা সভা শেষে স্থানীয় বাউল সমিতির শিল্পীরা লালনগীতি পরিবেশন করেন। এতে শ্রোতারা গভীর আবেগে আপ্লুত হয়ে পড়েন।

You may have missed