দীর্ঘ ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আল হামিদ টেক্সটাইল ভবনের ভয়াবহ অগ্নিকাণ্ড

আহমদ রেজা, চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিইপিজেড এলাকায় অবস্থিত আল হামিদ টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ২১ ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনে পুরো ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
রাতভর অভিযান চালিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ভবনের ভেতরে কেউ আটকা পড়েছিল কি না, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
কারখানার শ্রমিকদের তথ্য অনুযায়ী, প্রায় ১২ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
এ ঘটনায় কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, এবং রপ্তানিযোগ্য পোশাকপণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।