কেন্দুয়ায় নওপাড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত।

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর শুক্রবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্য বাহী ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় ইদ্রিছ মিয়ার সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ধিত সভা শুরু হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য জসিম আহমেদ খোকন মাষ্টার।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন – কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরিপ।
পরিচালনা করেন- নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম।
বক্তব্য রাখেন- নওপাড়া ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি আনোয়ার হোসেন, সভাপতি কামরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের অন্যতম নেতা রফিকুল ইসলাম রফিক, আমির হোসেন রিপন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারিফ উদ্দিন হানিফ মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাইন উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি মনিরুল ইসলাম খান কাজল, সাবেক ছাত্র নেতা, জুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম আয়নাল, কেন্দুয়া উপজেলা সমবায় দলের আহবায়ক আলামিন, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, উপজেলা চালক দলের আহবায়ক মোঃ রোমান আহমেদ, ইউনিয়ন বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেন মেম্বার, আবদুল আজিজ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাসেম মেম্বার, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন মিয়া, সাধারণ সম্পাদক সন্তোষ মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আনছু মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম, নওপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আজিজুল ইসলাম, তাঁতীদলের আহবায়ক লিটন মিয়া, মৎস্য জীবি দলের নেতা মহিমউদ্দিন, জাসাস নেতা শফিকুল ইসলাম, রতন মিয়া সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।