উপজেলা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্চিত করার অভিযোগ।

বিশেষ প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুলের (৩২) বিরুদ্ধে সাংবাদিক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বড়াইগ্রাম প্রাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। শুকবার ওই সাংবাদিক এই ঘটনার বিচার ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বড়াইগ্রাম থানায় সাধারণ ডায়রী করেছেন।
ওই সাংবাদিকের নাম মিনারুল ইসলাম মিলন (৪৬)। তিনি উপজেলার পারকোল গ্রামের আব্দুল হাই ব্যাপারীর ছেলে ও দৈনিক ডেসটিনি পত্রিকার বড়াইগ্রাম প্রতিনিধি।
মিনারুল ইসলাম বলেন, বেশকিছুদিন আগে উপজেলার পারেকাল মৎসজীবী পাড়া পদ্মবিলে মাদক সেবন করতেছিল জাহিদ হাসান বিপুল। আমি তাকে মাদক সেবন করতে নিষেধ করে। এরই সুত্র ধরে শুক্রবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালিন অবস্থায় জাহিদ হাসান বিপুল আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করলে ইট দিকে মারপিট করতে আসে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে অন্য সময় খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
জাহিদ হাসান বিপুল বলেন, ওই ভাইয়ের ভুল বঝাবুঝি হয়েছে। আশা করছি খুব তারাতারি বিষয়টি সমাধান হয়ে যাবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, মিনারুল ইসলাম নামের এক সাংবাদিক সাধারণ ডায়রী করেছেন। আইনগত পক্রিয়ার চলমান রয়েছে।