মদনে বিয়ে করে বন্ধুকে পাঠালেন বাসর ঘরে, নববধূর ক্ষোভে বাবার বাড়ি গমন।

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় এক যুবক বিয়ের পর নিজের বন্ধুকে পাঠান নববধূর সঙ্গে বাসর ঘরে। এ ঘটনায় নববধূ ক্ষোভে বাবার বাড়িতে অবস্থান করছেন। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াগাঁও গ্রামের মৃত আবু চানের ছেলে কেন্তু মিয়া গত ২৫ সেপ্টেম্বর পাশের ইউনিয়নে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের পর বন্ধুকে দেওয়া কথামতো তিনি নিজের বাসর ঘরে বন্ধুকে পাঠান। কিন্তু নববধূ এ ঘটনা মেনে না নিয়ে প্রতিবাদ জানান এবং বাবার বাড়িতে চলে যান।
গ্রামে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া বলেন, “ঘটনাটি সত্য। গ্রামে বসা হলেও কোনো সুরাহা হয়নি।”
প্রতিবেশি আব্দুল গণি বলেন, “এমন সমাজবিরোধী ঘটনা কোনোদিন শুনিনি। খুবই দুঃখজনক।”
এদিকে কেন্তু মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি মীমাংসা হয়েছে বলে দাবি করেন। পরে তিনি ফোন কেটে দেন।
মদন থানার ওসি শামছুল আলম শাহ বলেন, “এমন ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী বলছেন, বন্ধুত্বের নামে এমন বিকৃত আচরণ সমাজে চরম নৈতিক অবক্ষয়ের দৃষ্টান্ত।