পটুয়াখালী জেলায় গলাচিপায় এলাক মানুষের জন্য কাজকরতে চাই -নুরুল হক নুর।

IMG-20251016-WA0023

মোঃনুহু ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালী গলাচিপায় গনঅধিকার পরিষদের আয়োজনে  ১৫ অক্টোবর বুধবার বিকাল ৪ টার সময় গনঅধিকার পরিষদের গলাচিপা শাখার আহবায়ক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পৌর মঞ্চে প্রধান অতিথি গনঅধিকার পরিষদের সভাপতি (জিওপি) ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক চিকিৎসা শেষে গলাচিপা উপজেলার নেতা কর্মী ও নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। 
মতবিনিময় সভা অনুষ্ঠান শুরু পূর্বে দুপুর দুইটার পর থেকে গনঅধিকার পরিষদের সমর্থিত নেতৃবৃন্দের নেতৃত্বে শত শত সমর্থন নাগরিকদের অংশগ্রহণের লক্ষে শ্লোগান নিয়ে পৌর মঞ্চে জরো হতে থাকে। 
প্রধান অতিথি ভিপি নূর বলেন গত ২৪’শে জুলাইয়ে কোঠা আন্দোলনের মাধ্যমে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে এদেশে মানুষের অধিকার আদায়ের লক্ষ্য বার বার নির্যাতিত হচ্ছি। নিজেদের ভোগবিলাসী জীবনযাপনের সুযোগ পেয়েও এদেশের নিপিড়ীত মানুষের কথা চিন্তা করে তা ঘৃনার সাথে প্রত্যাক্ষান করেছি। শুধু তাই নয় ছাত্র জনতার অংশগ্রহণে ২৪’শের গনঅভ্যুত্থানের মাধ্যমে জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। ভোটের রাজনীতি করতে সংগ্রাম করিনি, দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সু সৃঙ্খল ফিরিয়ে আনতে, দারিদ্র্য বিমোচন দুর করতে গলাচিপা দশমিনা উপজেলা কে একটি আধুনিক উপজেলা তৈরী করতে আগামি নির্বাচনে জনসাধারণ কে ট্রাক প্রতিক গনঅধিকার পরিষদের উপর আস্থা রাখার আহবান জানান। 

গনঅধিকার পরিষদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি মোঃ শহিদুল ইসলাম ফাহিম- উচ্চতর কেন্দ্রীয় কমিটি, গন অধিকার পরিষদ, পটুয়াখালী-১ জনাব, রবিউল ইসলাম-উচ্চতর পরিচদ সদস্য, কেন্দ্রীয় কমিটি-গনঅধিকার পরিষদ, প্রার্থী পটুয়াখালী-৪ জনাব, শহিদুল ইসলাম- প্রচার ও প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় কমিটি গন অধিকার পরিষদ। জনাব, সৈয়দ নজরুল ইসলাম লিটুক- আহবায়ক, গন অধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখা জনাব, মোঃ শাহ আলম সিকদার, সদস্য সচিব গন অধিকার সহ গলাচিপা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তার বলেন, ২৪ ‘শের গনঅভ্যুত্থানের মহা নায়ক বার বার নির্যাতিত মৃতুঞ্জয়ী সংগ্রামী নেতা ভিপি নূর এর কোঠা আন্দোলনের মাধ্যমে ফেসিবাদী আ’লীগের বিরুদ্ধে সংগ্রাম করে এদেশের নিপিড়ীত ছাত্র, জনতার অংশগ্রহণ তাজা রক্ত ও জীবনের বিনিময়ে এদেশের মানুষের অধিকার ফিরিয়ে এনেছে। পরে সন্ধ্যা ৬ টায় ভিপি নূর পৌর মঞ্চে যোগ দেন এসময় মতবিনিময় সভা জনসমুদ্রে জনসভায় পরিনত হয়ে উপজোর বিভিন্ন স্থানে গনঅধিকার পরিষদের কয়েক হাজার জনসমর্থিত নাগরিক ভিপি নুর এর বক্তব্য শোনার জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে দেখা যায়।
এদিকে গনঅধিকার পরিষদের মতবিনিময় সভা ও সাবেক ভিপি নুরুল হক নূর এর আগমন উপলক্ষে উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরী করে শান্তি পূর্ণ পরিবেশ রক্ষায় সহযোগিতা করেন।