বটিয়াঘাটায় মাদরাসা পরিচালক শিশু ধর্ষণ অভিযোগে আটক।

IMG-20251017-WA0001

ফাহিম ইসলাম,খুলনা বিশেষ প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটার গাওঘরা রোকেয়া বেগম মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল মোল্যাকে শিশু ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে রেজাউল মোল্যার বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ পেলে এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে মাদরাসা প্রাঙ্গণে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত রেজাউল মোল্যাকে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।