ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

IMG-20251016-WA0016

ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ আবু সাইদ শওকত আলী,
        খুলনা বিভাগীয় প্রধানঃ


ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ জুনায়েদ হাবিব, কৃষি সম্প্রসারণ অফিসার মির রাকিবুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নূর-এ-নবী জানান, চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫ হাজার ৪’শ ৮৫ জন সুবিধাভোগী কৃষকের মাঝে ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মে মেট্রিক টন ডিএপি ও ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গতবছর কৃষকেরা ব্যাপক হারে সরিষা উৎপাদনের ফলে সরকারের প্রায় ১০ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে।