ঝিনাইদহে তিন দাবিতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের মানববন্ধন।

মোঃআবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ
ঝিনাইদহে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (১৬অক্টোবর) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলার বেসরকারী শিক্ষক-কর্মচারীবৃন্দ। এতে ব্যানার-ফেস্টুন হাতে সদর উপজেলার সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেও মধ্যে মহি উদ্দিনসহ অন্যান্য বক্তব্য রাখেন।
এছাড়াও কালীগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে। উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতি এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসা থেকে শত শত শিক্ষক কর্মচারী মানববন্ধনে যোগ দেন। এসময় বক্তৃতা করেন, প্রভাষক মুসা করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক হারুনর রশিদ, মাদরাসা শিক্ষক নেতা নজরুল ইসলামসহ শিক্ষক নেতারা। অপরদিকে মহেশপুর, হরিণাকুন্ডু, কোটচাঁদপুর ও শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার বাস স্টান্ডে উপজেলার বেসরকারী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।
তিন দফা দাবিতে ১২ অক্টোরব ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ১৩ অক্টোবর থেকে সারাদেশে স্কুল কলেজ ও মাদরাসায় কর্মবিরতী পালন করছে। তাদের দাবি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাস্তায় থাকবেন বলে ঘোষনা দিয়েছেন শিক্ষক নেতারা।