গাজীপুরে অনুমোদনহীন মেলা নিয়ে সমালোচনা, শুক্রবার বিক্ষোভ মিছিলের ঘোষণা।

IMG_20251017_001505


গাজীপুর প্রতিনিধি ॥


গাজীপুরের বিএমটিএফ আর্মি ফার্মা মাঠে অনুমোদনহীন হস্তশিল্প কুটির নামে মেলা বসিয়ে জুয়া ও লটারি ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। এতে জনদুর্ভোগ বৃদ্ধি ও প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র সমালোচনা দেখা দিয়েছে।
এমনকি মেলার পাশাপাশি ক্যাসিনোর আয়োজন করা হতে যাচ্ছে এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমালোচনার ঝড় বইছে এই ক্যাসিনো নামক জুয়া চালু হলে গাজীপুরে অনেক ছাত্র সমাজ ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে বলে তারা মনে করছেন
সচেতন এলাকাবাসী ও ছাত্র সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ও জনস্বার্থবিরোধী এই মেলা বন্ধের দাবিতে আগামীকাল শুক্রবার জুমার নামাজ শেষে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি বিএমটিএফ মেইন গেইটে অনুষ্ঠিত হবে।

এদিকে, গাজীপুরের সচেতন এলাকাবাসী ও ছাত্র সমাজ সকল নাগরিককে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

🔸 বিশেষ দ্রষ্টব্য:
সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে এ সংক্রান্ত একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি—এটি প্রচার নাকি অপপ্রচার, সেটি পরিষ্কার নয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সরকারি মন্তব্য বা অবস্থান প্রত্যাশা করা হচ্ছে, যাতে বিষয়টির বাস্তবতা পরিষ্কার হয়।