খুলনা বটিয়াঘাটায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে অভিভাবক সমাবেশ ও মানববন্ধন।

ফাহিম ইসলাম,খুলনা বিশেষ প্রতিনিধিঃ
খুলনা বটিয়াঘাটা প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে “ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে” অভিভাবক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা ঢাকা প্রেসক্লাবে গত ১২ অক্টোবর শিক্ষক সমাবেশে হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং ২০% বাড়ি ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহমান ও অরুন কুমার রায়। এতে বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান তরফদার, আলাইপুর রাজবাধ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ পদ তরফদার, প্রগতি মাধ্যমিক বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায়সহ শিক্ষক আফজাল হোসেন, তনুজা কবিরাজ, আশীষ কুমার গাইন, প্রীতিশ কুমার সানা, সুদীপ্ত মণ্ডল, তাপসী মন্ডল, নমিতা মন্ডল, শর্মিষ্ঠা মোড়ল, আলামিন শিকদার, শ্রীকৃষ্ণ মন্ডল ও মোঃ শাহিন আলম।
এছাড়াও নবম শ্রেণির শিক্ষার্থী মগ্ন হালদার ও তাওছিব আলম বক্তব্য দেন। সমাবেশে অভিভাবক আঃ রসিদ সানা, মোঃ কবীর আকনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র মানববন্ধন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন ও তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিষ কুমার বৈরাগী।