খুলনায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লম্পট বাদশা আটক।

IMG-20251017-WA0000

ফাহিম ইসলাম, খুলনা বিশেষ প্রতিনিধিঃ

খুলনার বটিয়াঘাটা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বাদশা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ১নং জলমা ইউনিয়নের সুলতাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতাননগর গ্রামের মুস্তাকিমের ছেলে বাদশা একই গ্রামের মো. রমজান হাওলাদারের সাত বছর বয়সী শিশু কন্যা মোছা. আফসানা খাতুনকে খাবারের প্রলোভন দেখিয়ে ডেকে নিজ বাড়িতে নিয়ে যায়। পরে সুযোগ পেয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে এলে তার বড় বোন তার শারীরিক অবস্থায় অস্বাভাবিকতা দেখে জিজ্ঞেসা করলে কাঁদতে কাঁদতে পুরো ঘটনা খুলে বলে। এসময় শিশুটির বড় বোন চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক বাদশাকে তার নিজ বাড়ি থেকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয়রা বটিয়াঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাদশাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।

ঘটনার বিষয়ে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত বাদশাকে আটক করা হয়। শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে স্থানীয় এক ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, জানান—ঘটনার পরপরই তিনি শিশুটির বড় বোনের সঙ্গে দেখা করেন এবং তার মোবাইলে ধারণকৃত কিছু ছবি পুলিশের কাছে প্রমাণ হিসেবে দিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।