কালীগঞ্জে প্রয়াত বিএনপি নেতাদের কবর জিয়ারত করলেন মুর্শিদা জামান।

IMG-20251016-WA0021

মোঃ আবু সাইদ শওকত আলী,
      খুলনা বিভাগীয় প্রধানঃ


ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদরের আংশিক) থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও দোয়া করেছেন। বৃহস্পতিবার (১৬অক্টোবর) বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রয়াত নেতাদের কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন।
মুর্শিদা জামান ঝিনাইদহ জেলা বিএনপি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক চার বারের জাতীয় সংসদ সদস্য মরহুম আলহাজ্ব এম. শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী। এদিন তিনি বিএনপি নেতা আয়নাল হাসান, আনারুল ইসলাম উলফা, মোস্তফা আব্দুল জলিল, রবিউল ইসলাম নবী, সাত্তার কমিশনার, মনা কমিশনার, ইসমাইল কমিশনার ও আব্দুল মান্নানের কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। এসময় নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপি’র সম্মানিত উপদেষ্টা সদস্য রেজাউল ইসলাম নুনু ও আশরাফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন ফুন্নু, পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান, ইউনিয়ন বিএনপি নেতা আলী আকবর, আব্দুর রইচ, আব্দুল আজিজ, মমিন হোসেন, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, বাবলুর রশিদ, মনতাজ, আখতার হোসেন, পৌর বিএনপি নেতা ও সাবেক এমপির ভাইপো সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, আকরাম হোসেন, আইয়ুব হোসেন, শাহ আলম মন্টু, তাইজেল ও হানেফ হোসেন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মর্তুজা জিকো, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও যুব নেতা নাজমুল হোসেন ও পৌর যুব নেতা মোহাম্মদ মুক্তার হোসেন সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।