কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পরিবারের সঙ্গে প্রকাশ্যে, বিতর্কের জটিলতা শেষ।

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা:
নেত্রকোনা: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকা কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সম্প্রতি নিজের পরিবার—মা, স্ত্রী ও সন্তানদের সঙ্গে প্রকাশ্যে আসেন এবং বিতর্কের বিষয়ে নিজের ব্যাখ্যা দেন।
গত মঙ্গলবার এক টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে রিপনের বিরুদ্ধে পরিবারকে অবহেলা, স্ত্রী-সন্তানকে স্বীকার না করা এবং বাবা-মাকে না দেখার অভিযোগ তুলে ধরা হয়। এই খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও ট্রল শুরু হয়।
বুধবার (১৫ অক্টোবর) একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে রিপন বলেন, “ঘুম থেকে উঠে চা স্টলে গিয়েছিলাম। তখন কয়েকজন সাংবাদিক এসে ক্যামেরা ধরল এবং মজা করতে বলল, আমি ছন্দ বলছি। কিন্তু হঠাৎ করে পরিবার নিয়ে প্রশ্ন করা শুরু করে, আমি রেগে গিয়ে ভুলভাবে কথা বলেছি। ভিডিওর সব অংশ দেখানো হয়নি, অনেকটা কেটে-ছেঁটে প্রচার হয়েছে।”
বাবা-মাকে অবহেলার অভিযোগে রিপন জানান, “আমি আধাপাকা ঘর বানাচ্ছি। স্ত্রী ও সন্তান এক রুমে থাকবেন, বাবা-মা আলাদা রুমে। আমি কি তাদের দেখছি না? কত মাস ধরে টাকা দেইনি, এটা ঠিক নয়।”
রিপন জানান, স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও বিয়ে অস্বীকারের মন্তব্যটি রাগের উত্তাপে এবং মজার ছলে করা হয়েছিল। “ওইদিন বারবার প্রশ্ন করা হচ্ছিল, শেষে রেগে বলেছি—আমি বিয়ে করি নাই।”
রিপনের মা ফাতেমা বেগম বলেন, “আমার ছেলে এত অর্থ উপার্জন করছে, বিদেশে ভ্রমণ করছে, তারপরও আমাদের দেখাশোনা করছে। আমরা অনেক কষ্টে ওকে বড় করেছি। তিন সন্তানই আমাদের কর্মকাণ্ড দেখছে এবং শেখছে।”
পেশায় কাঠমিস্ত্রি রিপন জানান, কনটেন্ট তৈরি করা তার শখ, জীবিকা নয়। তিনি বলেন, “আমি কাঠমিস্ত্রি। ভিডিও বানানো বন্ধ করলেও সমস্যা হবে না। আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক হচ্ছে।”
রিপনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও ও বক্তব্য কেটে-ছেঁটে প্রকাশিত হওয়ায় বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।