নেত্রকোনা মাদক বিরোধী অভিযানে ২১ বোতল ভারতীয় মদ আটক করে (৩১বিজিবি) ব‍্যাটিলিয়ন নেত্রকোনা।

IMG-20251015-WA0020

সারোয়ার পারভেজ বাবু,নেত্রকোন জেলা প্রতিনিধিঃ

অধিনায়ক নেত্রকোনা ব‍্যাটিলিয়ন (৩১বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান ১৫ অক্টোবর ২০২৫ বোধবার আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব‍্যাটিলিয়ন (৩১বিজিবি) এর অধিনস্থ মাধুপাড়া বিওপির দায়িত্বপৃর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৭এস সি আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ‍্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাষ্টার ব্রিজ নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবীহিন অবস্থায় ভারতীয় রয়‍্যাল ষ্ট‍্যাগ ২১ বোতল মদ আটক করে
আটক কৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।