মোরেগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা।

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্স চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এবারের প্রতিপাদ্য বিষয় “Be a Hand washing Hero” ( হাত ধোয়ার নায়ক হোন।) উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবউল্লাহ এর নেতৃত্বে রেলী শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে শেষ হয়। রেলিতে বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারী ও সাংবাদিক ও স্হানীয় সুধীজনসহ, এনজিও, শিক্ষক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.হাবিবুল্লাহ।
তিনি এ উপলক্ষে বলেন,স্বাস্থ্য সুরক্ষা রাখতে হলে নিজেদেরকে অবশ্যই স্বাস্থ্য সচেতনতা হতে হবে। স্বাস্থ্য সকল সুখের মূল। আমরা নিজ নিজ অবস্থানে থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য নিজেরা সচেতন থাকবো। এছাড়া অন্যদেরকে সুস্থ থাকার পরামর্শ প্রদান করব । বিশেষ করে শিশুদের এবং বয়স্কদের।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাত ধোয়ার বিষয় প্রদর্শনীতে হাতে-কলমির শিক্ষা দেওয়া হয়। শিক্ষার্থীরা এ বিষয়ে আগ্রহ সহকারে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।