কোটচাঁদপুরে জাকের পার্টির জনসভা ও র‍্যালি।

IMG-20251015-WA0017

   মোঃ আবু সাইদ শওকত আলী,
             খুলনা বিভাগীয় প্রধানঃ


কেন্দ্র ঘোষীত গোটা দেশ ব্যাপী জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‍্যালির অংশ হিসেবে
১৫ অক্টোবর বুধবার বিকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা রেলস্টেশন ঈদগাহ ময়দান জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের  উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয।
কোটচাঁদপুর উপজেলা  জাকের পার্টির সভাপতি  মিরজাহান মিরু’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ দক্ষিণ জেলা সভাপতি মোঃ ইসাহক আলী বিশ্বাস ।  আরও  উপস্হিত ছিলেন, দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান আক্তার, সহযোগী সংগনের সভাপতি আয়ুব মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রবিউল ইসলাম, ছাত্রী ফ্রন্টের সভাপতি রাবেয়া খাতুন, কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক শাহিন আলম, ছাত্রফ্রন্টের সভাপতি আনোয়ার হোসেন সহ সকলসহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের টিম সদস্যরা এবং  মোঃ আবু সাইদ শওকত আলী উপস্হিত ছিলেন।

কোটচাঁদপুর রেলস্টেশন ঈদগাহ ময়দান থেকে র‍্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান  সড়ক সহ মমিন নগর ঘর হয়ে ম্যাতড়পাড়া, কলেজ স্টান্ড, তালতলা প্রদক্ষিণ করে আবার এসে একই স্থানে উপস্থিত হয়ে জনসভার সমাপন হয।
পাক কালাম ফাতেহা শরীফ পড়ে মোনাজাত করেন, মাওলানা আলাউদ্দিন জিহাদি ।
এছাড়া উপস্হিত সকল নেতাকর্মীর মাঝে তবারক বিতরণ করা হয়।