সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার নিয়ে খুলনায় আলোচনা সভা অনুষ্ঠিত।

ফাহিম ইসলাম, খুলনা স্টাফ রিপোর্টারঃ
খুলনা প্রেসক্লাব ব্যাংক কোয়ার্টার হলে নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে “সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মন্টু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শেখ কামরুজ্জামান, কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সহ-সদস্য সচিব রোকেয়া সুলতানা, জেলা ফোরামের আহ্বায়ক শিরিন সুলতানা, সদস্য সচিব লায়লা পারভীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে দেশে নারী ও শিশুর ওপর নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ন্যায়বিচারের অভাব ও রাজনৈতিক প্রভাবের কারণে অধিকাংশ ভুক্তভোগী ন্যায় পাচ্ছেন না। বিএনপি ক্ষমতায় এলে নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও আইনি সহায়তা নিশ্চিতে বিশেষ নীতি ও পরিকল্পনা গ্রহণ করবে।
মনিরুজ্জামান মন্টু তার বক্তব্যে বলেন, “নারী ও শিশুদের অধিকার রক্ষা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি একটি মানবিক দায়িত্ব। বিএনপি সরকার গঠনের পর সমাজের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে।”
আলোচনা সভা শেষে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন বাস্তবায়ন, শিশু শ্রম বন্ধ, নারী শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নে বিশেষ কর্মসূচির দাবি জানানো হয়।