মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

IMG-20251014-WA0011

মোঃ রাসেল আহমেদ, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোণার মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ অলিদুজ্জামান। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিকম্প মানবজীবনে বড় ধরনের প্রভাব ফেলে। এগুলো মোকাবেলায় প্রস্তুতির বিকল্প নেই। পূর্বপ্রস্তুতি ও সচেতনতা মানুষকে বিপদ থেকে রক্ষা করতে পারে।”

তিনি আরও জানান, ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়ে আসছে। এই দিবসের মূল লক্ষ্য হলো দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনায় টেকসই উদ্যোগ গ্রহণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমি সুপারভাইজার জোছনা আক্তার, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ জমিয়ত, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা পলাশ কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনন্ত কাপুর, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি।

আলোচনায় বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহায়তায় বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন, যাতে ভবিষ্যৎ বিনিয়োগ হয় ঝুঁকি-সচেতন ও টেকসই ভিত্তির ওপর গড়ে তোলা।