বটিয়াঘাটায় সূরখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফাহিম ইসলাম, খুলনা বিশেষ প্রতিনিধিঃ
আনন্দ উল্লাসের মধ্য দিয়ে খুলনার বটিয়াঘাটা উপজেলার আওতাধীন ৪নং সূরখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাওঘরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ এজাজুর রহমান শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক জনাব মোঃ মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শেখ মোঃ তৈয়বুর রহমান। বিশেষ বক্তা ছিলেন জনাব মোঃ শামীম কবির, যুগ্ম আহ্বায়ক খুলনা জেলা বিএনপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মোঃ সুলতান মাহমুদ, ডি. এম. রফিকুল হাসান ও মোঃ মনিরুজ্জামান লেলিন, সদস্য খুলনা জেলা বিএনপি।
সম্মেলনের সভাপতিত্ব করেন আহবায়ক সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মোঃ রাশেদ কামাল। সার্বিক পরিচালনায় ছিলেন খন্দকার ফারুক হোসেন, সদস্য সচিব বটিয়াঘাটা উপজেলা বিএনপি।
দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ৪৫৯ ভোটারের মধ্যে ৪৪৫ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ২৮৫ ভোট পেয়ে রাশেদ কামাল পরবর্তী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মন্টু বলেন, “এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে সবাই বিএনপির কর্মী। এটা কারও ব্যক্তিগত জয় নয়, বরং দলের সাংগঠনিক ঐক্যের প্রতীক। সভাপতি, সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক— সবাইকে একসাথে দলের জন্য কাজ করতে হবে।”
প্রধান বক্তা তৈয়বুর রহমান বলেন, “দিনশেষে আমরা সবাই একই বিএনপির পরিবারের সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। এই নির্বাচনের আসল জয় সেদিন হবে, যেদিন ধানের শীষ বিজয়ী হয়ে সংসদে যাবে।”
এছাড়াও সম্মেলনে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দলের প্রতি আনুগত্যের অঙ্গীকার।