জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান কেন্দুয়ায় আগমনে বিভিন্ন সংগঠনের বরণ

IMG-20251014-WA0029

মোহাম্মদ সালাহ উদ্দিন, ময়মনসিংহ বিভাগের বিশেষ রিপোর্টারঃ

নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান কেন্দুয়ায় আগমনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা দিয়ে বরণ করেছেন।

১৪ অক্টোবর মংলবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর কেন্দুয়ায় আগমনে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু’র নেতৃত্বে উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে ফুলেল শুভেচছা দিয়ে বরণ করেন।
এরপর কেন্দুয়া রিপোর্টার ক্লাবের হল রুমে রিপোর্টাস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভুঁইয়া,কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ আব্দুল সাকি, কেন্দুয়া প্রেসক্লাবের অডিটোরিয়াম হল রুমে প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম এর নেতৃত্বে ফুলেল শুভেচছার মাধ্যমেে মতবিনিময় করেন।
এছাড়াও দুপুরে উপজেলা প্রশাসন এর আমন্ত্রণে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। বেলা ৩ ঘটিকায় অসুস্থ বাউল আব্দুস ছালামের খুঁজখবর নেন। বিকেল ৪টায় সাজিউড়া দ্বিন শরৎ পলক উন্মোচন করেন। বিকেল ৫.৩০ সময় উপজেলা পরিষদ চত্বরে জালাল মঞ্চ উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটান।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, প্রানী সম্পদ অফিসার মতিউর রহমান, উপজেলা ইন্জিনিয়ার আলামিন সরকার প্রমুখ।