কুড়িগ্রামে সেলোর নৌকার মেশিনে পাঞ্জাবি পেঁচিয়ে, খেলার নৌকার পরিচালকের মৃত্যু।

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সেলোর নৌকার মেশিনে পাঞ্জাবি পেঁচিয়ে, খেলার নৌকার পরিচালকের মৃত্যু
কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোরচরে নৌকা খেলা পরিচালনা করার সময় সোলোর নৌকার মেশিনের সঙ্গে তার ব্যবহৃত পাঞ্জাবি পেঁচিয়ে মোঃ তাহের আলী (৬৫) নামের এক মুরুব্বীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচ দিকে এ ঘটনা ঘটে।
আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে নদীর তীরে তুলে আনতে ঘটনা স্থালে তিনি মৃত বরন করেন।
স্থানীয় সূত্রে জানা যায় মোঃ তাহের আলী চর রাউলীয়া গ্রামের,(০৯) ওয়ার্ডের ঘোগাদহ ইউনিয়নের বাসিন্দা। উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ আবু তৈয়ব বলেন মেশিনের সঙ্গে পাঞ্জাবি পেঁচিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়।
এ-বিষয়ে জানতে চাইলে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।