শিক্ষকদের উপর সরকারের পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।

আহমদ রেজা চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সন্মানিত শিক্ষকদের উপর সরকারের পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আল্লামা ইমাম হায়াত বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা না করে তাদের ওপর বর্বর ও পৈশাচিক হামলা চালানো বর্তমান ক্ষমতাসীন চক্রের স্বৈরাচারী আচরণ এবং মানবতাবিরোধী ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন বহিঃপ্রকাশ।
তিনি বলেন, কোনো সভ্য সমাজ বা রাষ্ট্রে শিক্ষকদের অবমাননা করা হয় না। সীমাহীন দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে লিপ্ত এই চক্র শিক্ষকদের সামান্য রুটি-রুজির দাবিকেও সহ্য করতে না পেরে দমননীতির আশ্রয় নিচ্ছে—যার পরিণতিতে দেশের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা আরও চরম অবনতির দিকে ধাবিত হবে।
আল্লামা ইমাম হায়াত শিক্ষকদের ওপর ঘৃণ্য হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।