প্রতিবন্ধী আবু তালহা শিমুলের ওপর নির্মম নির্যাতন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

IMG-20251014-WA0018

মোঃ নাহিদ ইসলাম,জেলা ক্রাইম রিপোর্টারঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার এলাকায় নির্মমভাবে মারধরের শিকার হয়েছেন আবু তালহা শিমুল (২২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল উপজেলার চক হরিরামপুর গ্রামের বাসিন্দা এবং খোকন আলীর ছেলে। অভিযোগ রয়েছে, একই গ্রামের শফিকুল ইসলাম, পিতা: বেলায়েত হোসেন, তার নিজ বাড়ির সামনে রাস্তা অবরোধ করে শিমুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বেধড়ক মারধর করে। এই বর্বর হামলার ফলে শিমুলের একটি হাতের আঙুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়।

আহতের পরিবার জানায়, শিমুল একজন শারীরিক প্রতিবন্ধী এবং দীর্ঘদিন ধরেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। তিনি নাটোরের বাগাতিপাড়ায় অবস্থিত
“শহীদ মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্মৃতি বাক শ্রবণ ও অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়”, মাছিমপুর–এর একজন ছাত্র। এ অবস্থায় তার ওপর এই ধরনের নির্যাতন অমানবিক ও ন্যক্কারজনক।

শিমুলের পরিবার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষী’র দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় মানবাধিকারকর্মী ও সচেতন মহল এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীর দ্রুত বিচার দাবি করেছেন। তাদের মতে, একজন প্রতিবন্ধী যুবকের ওপর এমন বর্বরতা সমাজের জন্য লজ্জাজনক এবং বিচারহীনতা এই সহিংসতাকে আরও উৎসাহিত করবে।