নগরীতে দুর্বৃত্তের গুলিতে দু’যুবক গুরুতর আহত।

IMG-20251014-WA0053

ফাহিম ইসলাম, খুলনা বিশেষ প্রতিনিধিঃ

খুলনা শহরের নিরালা তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তের গুলিতে দু’যুবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মনির হাওলাদার ও হানিফ হাওলাদার।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলেই তারা গুলিবিদ্ধ হন। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, “মাদকের ঘটনার জেরে প্রতিপক্ষের গুলিতে তারা আহত হয়েছেন। আহত মনিরের বিরুদ্ধে দু’টি মাদকের মামলা রয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আমরা সম্ভাব্য সব কৌশল ব্যবহার করছি, যাতে দ্রুত অপরাধীরা দণ্ডিত হন।”

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। পুলিশ ও প্রশাসন নিয়মিত এলাকায় নজরদারি চালাচ্ছে, তবে বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনা সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

এ ঘটনার পর থেকেই নিরাপত্তা বাড়াতে স্থানীয় পুলিশ গাড়ি ও পেট্রোলিং বেড়েছে। পাশাপাশি পুলিশ জানিয়েছে, তারা এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের খোঁজা হচ্ছে।

নগরবাসী আশা করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে এ ধরনের সহিংস ঘটনা থেকে মানুষকে রক্ষা করা সম্ভব হবে।