খালিশপুরে ওএমএসের চাল বিক্রির সময় চাঁদাবাজির অভিযোগে দুইজন আটক।

IMG-20251014-WA0048

ফাহিম ইসলাম, খুলনা বিশেষ প্রতিনিধিঃ

খুলনার খালিশপুরে ওএমএসের চাল বিক্রির সময় চাঁদাবাজির ঘটনায় দুইজনকে জনতা ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে খালিশপুরের বাস্তুহারা মোড়ে।

জানা গেছে, স্থানীয় ওএমএস ডিলার আবুল কালাম আজাদের প্রতিষ্ঠান “খান ট্রেডার্স”-এ গিয়ে চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ সিকি। এ সময় স্থানীয়রা তাদের হাতে-নাতে ধরে পুলিশে খবর দেয়। পরে খালিশপুর থানা পুলিশ এসে দুজনকে থানায় নিয়ে যায়।

ডিলার আবুল কালাম আজাদ জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করছিলেন। ঘটনার দিনও তারা টাকা দাবি করলে স্থানীয়রা বাধা দেয় এবং জনতা তাদের আটক করে।

খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, দুইজনকে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।