আজকের দিনটি এক অদ্ভুত সংবেদনে মোড়ানো…*যেখানে একটি হৃদয় উদযাপন করে জন্মের আলো,আর একই হৃদয় নিঃশব্দে কাঁদে প্রিয়জনের বিদায় বেদনায়।

আজকের দিনটি এক অদ্ভুত সংবেদনে মোড়ানো…*
যেখানে একটি হৃদয় উদযাপন করে জন্মের আলো,
আর একই হৃদয় নিঃশব্দে কাঁদে প্রিয়জনের বিদায় বেদনায়
নাহিদা আক্তার লাকীঃ
আজ জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল ও জাতীয় মানবাধিকার উন্নয়ন সংস্থার
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,
শ্রদ্ধেয় দাদাভাই শেখ তিতুমির আকাশ–এর শুভ জন্মদিন।
এই দিনে আলোকিত হয়েছিলেন তিনি,
মানবতার পথে, সাংবাদিকতার অঙ্গনে ছড়িয়ে দিয়েছেন সত্যের দীপ্তি।
কিন্তু আজই আবার…
এই আলোকিত পথের এক ছায়াপথও বয়ে এনেছে সময়,
আজ তাঁর প্রিয় মা আমাদের ছেড়ে চলে যাওয়ার দিনও বটে।
জন্মের আনন্দে আজ বুক ভরে উঠলেও, মায়ের শূন্যতা এক নিঃশব্দ কান্নার রূপে ঝরে পড়ে। মায়ের কোল হারানোর এই দিন, মাটির পৃথিবীতে যেন আরও ভারী হয়ে ওঠে আকাশ।
আমরা, তাঁর সংগঠনের সহযোদ্ধারা,
একদিকে প্রিয় নেতার জন্মদিনে জানাই অন্তরের গভীর শুভেচ্ছা,
আর অন্যদিকে, প্রিয় মায়ের আত্মার মাগফিরাত কামনা করি—
আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
জন্ম আর মৃত্যুর এই যাত্রা হোক শিক্ষা, হোক শক্তি— এই দিনে ভালোবাসা, দোয়া আর কৃতজ্ঞতায় মাথা নত করি আমরা।
,
,