ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

IMG-20251013-WA0007

কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধিঃ


“সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ “এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক মহড়া পালিত হয়েছে।
ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ১৩ অক্টোবর সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত মহড়ায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার মনজুর আলমের নেতৃত্বে মহড়া পরিচালনা করে ফায়ার সার্ভিস কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার,টিএমএসএস ফুলবাড়ী ২-শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক, টিও সিএম -উম্মে কুলসুম রোজি, ইসলামিক রিলিফ বাংলাদেশ ছাবেদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এনজিও কর্মী, সুধীজন।