লালমনিরহাটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচী

IMG-20251013-WA0004

লালমনিরহাটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচী


প্রদীপ কুমার রায়,ক্রাইম রিপোর্টার লালমনিরহাটঃ

লালমনিরহাটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছেন। সোমবার সকাল থেকে জেলার মিশন মোড়ে এ কর্মসূচী শুরু হয়, যেখানে শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, শিক্ষা উপদেষ্টা ঘোষণার মাধ্যমে এমপিওভুক্তদের বাড়ি ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও প্রজ্ঞাপন জারি হয়নি।

অংশগ্রহণকারী শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন—

“আমাদের বৈধ দাবি বাস্তবায়ন না হওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। তবুও শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশি হামলা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।”

অবস্থান কর্মসূচীতে উপস্থিত বক্তারা দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন।