কোটচাঁদপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত।

IMG-20251013-WA0019

মোঃ আবু সাইদ শওকত আলী,
খুলনা বিভাগীয় প্রধানঃ


“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ প্রশমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে
উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, মডেল থানার তদন্ত (ওসি) এনায়েত হোসেন, উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান, দোড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল, বলুহর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওলিয়ার রহমান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা সাধারণ মানুষের সামনে উপজেলা পরিষদ চত্বরে অগ্নিকাণ্ড প্রতিরোধক মহড়া প্রদক্ষিণ করেন।