গর্ভবতী মা’কে মারধরে নবজাতক শিশুর মৃত্যু, বিচারের  আশায় মৃত শিশু নিয়ে থানায় অভিযোগ।

IMG-20251013-WA0020

মোঃ আবু সাইদ শওকত আলী,
        খুলনা বিভাগীয় প্রধানঃ


যশোরের চৌগাছার সুখপুকুরিয়া  ইউনিয়নের নগর বর্নি গ্রামের রানা (১৯) পিতা-রাজ্জাক, সাং নগর বর্নি, থানা-চৌগাছা, জেলা-যশোর’ র বসত বাড়িতে তার স্ত্রী কাকলী(১৬) কে গর্ভবতী অবস্থায় অনুমানিক ১৩/১৪ দিন আগে মারধর করেন এবং তার শাশুড়ী তাকে দু’দিন না খাইয়ে রাখেন। পরবর্তীতে কাকলীর অসহ্য পেটে ব্যথা শুরু হলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অনুমান রাত সাড়ে ১০টায় মৃত নবজাতক (৭ মাস) প্রসব করেন। পরবর্তীতে সে কিছুটা সুস্থ হলে পরিবারের লোকজন ও মৃত নবজাতক শিশুসহ চৌগাছা থানায় যেয়ে অভিযোগ দায়ের করেন।