মোরেলগঞ্জে ৮৪ হাজার শিশু-কিশোর পাচ্ছে টাইফয়েড টিকা

মোঃ ফিরোজ আহমেদ। মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। উপজেলার প্রায় ৮৪ হাজার শিশু-কিশোর ও শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হচ্ছে।
রবিবার সকালে দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা সিভিল সার্জন ডা. আ. স. মো. মাহবুবুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। এ সময় উপস্থিত ছিলেন ডা. রিশাদ আজিম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক গোবিন্দ্র চন্দ্র দাস, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) দীপক কুমার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক রিয়াদ হোসেন সোহাগসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা।
জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশের মতো মোরেলগঞ্জেও ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৮ দিনব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
এ কর্মসূচির আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোর এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই টিকা পাবে। এর মধ্যে ৫৬ হাজার ২৬২ জন শিক্ষার্থী স্কুল পর্যায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে এবং ২৭ হাজার ৮১৯ জন শিশু-কিশোর কমিউনিটি পর্যায়ে টিকা গ্রহণ করবে।
উপজেলায় মোট ৭৫৩টি কেন্দ্রে ৯৭ জন টিকাকর্মী, ১৪৫ জন স্বেচ্ছাসেবক ও ৪৮ জন সুপারভাইজার মাঠপর্যায়ে কাজ করছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো মোরেলগঞ্জ উপজেলায় কোনো শিশু যেন টাইফয়েডে আক্রান্ত না হয়। এজন্য মাঠপর্যায়ে সবাই আন্তরিকভাবে কাজ করছেন।”